পানি নিয়ে বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১০

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে পানি দিতে দেরি হওয়া নিয়ে বরকনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরকনেসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

জানা গেছে, ওই বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল বৌভাতের অনুষ্ঠান ছিল। দুপুরে প্রায় ১৩০ বর যাত্রীরা কনের বাড়িতে যান। স্থানীয়রা জানান, নির্দিষ্ট পরিমাণের চেয়েও বর পক্ষের বেশি অতিথি কনে বাড়িতে যান। খাবার পরিবেশনে দেরি হওয়া নিয়ে প্রথম পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে সেটি দিতে দেরি হওয়ায় উভয়পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এ সময় বর পক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করেন। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তারসহ দুপক্ষের ১০ জন আহত হন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, বর ও কনের বাবাসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে তারা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৌশলীর চাকরি ছেড়ে সফল কৃষি উদ্যোক্তা
পরবর্তী নিবন্ধএ কে খান ইউসেপ টিভিইটি কমপ্লেক্স ভবনের ভিত্তি স্থাপন