পানি নিতে দিঘিতে, পা পিছলে পড়ে প্রাণ গেল হেলপারের

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে গাড়ি দাঁড় করিয়ে পানি নেয়ার সময় পা পিছলে দীঘিতে ডুবে প্রাণ গেল মো. বিজয় (২৬) নামে এক পিকআপ হেলপারের। গতকাল বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংলগ্ন দেওয়ান দীঘিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয়ের বাড়ি হাটহাজারী এলাকায় বলে জানা যায়। পিকআপ চালক মো. কাউসার জানান, চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার থেকে মালামাল নিয়ে দুপুরে মীরসরাই যান। সেখানে মালামাল নামিয়ে দিয়ে ফেরার পথে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদরস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান দীঘির পাশে পিকআপটি দাঁড় করান। এরপর তার হেলপার বিজয়কে ইঞ্জিনে পানি দিতে পার্শ্ববর্তী দীঘি থেকে পানি আনতে বলেন। বিজয় বালতি করে পানি নেওয়ার সময় পা পিছলে দীঘিতে পড়ে যান। এসময় তার চিৎকার শুনে পিকআপ থেকে নেমে তিনিও ঘটনাস্থলে যান। তবে সাঁতার না জানার কারণে নামতে ভয় পান তিনি। অপরদিকে হেলপার বিজয়ও সাঁতার জানতো না। যার ফলে এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।

এ সময় আত্মচিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ডুবুরি দল না থাকায় উদ্ধার করতে নামেনি। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় কয়েকজন যুবক ওই হেলপারকে উদ্ধার করার জন্য দীঘিতে নামে। পরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও সহযোগিতায় এগিয়ে আসে। দীঘিতে নামার পাঁচ মিনিটের মধ্যে হেলপারকে মৃত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করা হয়। সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের গাড়ি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সাবেক মেয়রের
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ