পানি ও জলাবদ্ধতা নিরসনে বাকলিয়ায় সভা

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাকলিয়ায় নিরাপদ সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশু চক্রবতী। প্রধান অতিথি ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কমিশনার নুরুল আলম মিয়া। তিনি বলেন, অতীতের মত আমাদের সুপেয় পানির জন্য কলসি মিছিল করতে হয় না। সরকার মানুষের ঘরে ঘরে সুপেয় নিরাপদ পানি পৌঁছে দিচ্ছে। এই সুপেয় পানি ব্যবহারে সতর্ক থাকতে হবে, যাতে অপচয় না হয়। তিনি বলেন,জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্প বাস্তবায়ন হলে বাকলিয়াবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সাবেক সদস্য হোসেন সরওয়ার্দী। বক্তব্য রাখেন জসিম উদ্দিন, আরমানুর রহমান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন সুমন, ডা. সন্তোষ কুমার, ডা. অধীর রঞ্জন সাহা, মো. আরিফ, মো. সাজিদ, মো. মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা আজ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত