পানিবন্দি মানুষদের জন্য একদিনের বেতন দিলেন বিজিবির সদস্যরা

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সকল সদস্যরা। গতকাল শুক্রবার বিজিবি সদর দপ্তর থেকে এক ক্ষুদে বার্তায় জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। খবর বাংলানিউজের।

এদিকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠাতে আগ্রহীদের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আগ্রহীদের সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ নামের অ্যাকাউন্টে (হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩) অনুদান পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ৩৭ ব্যক্তির মাঝে রাউজান ক্লাবের সেলাই মেশিন ও টিন বিতরণ
পরবর্তী নিবন্ধক্রিকেটার সাকিব