পানিতে ভেসে যাওয়া বায়তুন নুর সড়কের সংস্কার কাজ শুরু

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ৮:৩২ অপরাহ্ণ

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে যাওয়া চট্টগ্রামের বোয়ালখালী পৌর প্রশাসনের উদ্যোগে পশ্চিম কধুরখীল বাইতুন নূর মসজিদ (কাজী সড়ক) সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত নির্দেশনায় এ কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ভেসে যায় উপজেলার পৌরসভার ১নং পশ্চিম কধুরখীল ওয়ার্ডের বায়তুন নূর মসজিদ (কাজী সড়ক) সড়ক। এটির বিভিন্ন অংশে ফাটল হয়ে প্রায় স্থানে ভেঙে সড়ক দু’ভাগ হয়ে যায়। এতে করে দুর্ভোগ বাড়ে স্থানীয় জনসাধারণের। জন ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই দুর্ভোগের চিত্র বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে এবং স্থানীয় জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর সংস্কারের আবেদন করলে দ্রুত সাড়া দেন উপজেলা প্রশাসন।

নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ উপজেলা পৌর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা তড়িৎগতিতে সংস্কারের একটি বরাদ্দের ব্যবস্থা করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে বায়তুন নুর মসজিদ সড়কের সংস্কার কাজ শুরু হয়। পৌরসভার পক্ষে এ সংস্কার কাজের দায়িত্ব পালন করছেন আবদুল মান্নান মনা ও আবদুল করিম।

এ ব্যাপারে আবদুল মান্নান মনা জানান, ইউএনও মহোদয়ের নির্দেশনায় এবং পৌর প্রশাসক মহোদয়ের দ্রুত বরাদ্দের মাধ্যমে সংস্কার কাজটি দ্রুত এগিয়ে চলছে।

দ্রুত সংস্কার কাজ শুরু করায় স্থানীয় জনসাধারণ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বর্ষার পর এই সড়কের পুরোপুরি কাজ টেন্ডারের মাধ্যমে বরাদ্দ দেয়ার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধছাদ থেকে লাফিয়ে পড়ে সন্ত্রাসীর মৃত্যু