পানির অপর নাম জীবন, আমাদের বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত পানির প্রয়োজন হয়। কিন্তু সেই পানি নিরাপদ না হলে তা জীবনের জন্য হুমকি হয়ে দাড়ায়। দূষিত পানি ব্যবহারের ফলে ডায়রিয়া থেকে শুরু করে জন্ডিস, কিডনি রোগ, দীর্ঘমেয়াদী লিভার সমস্যা, পাতলা পায়খানা, মাথাব্যথা, বমিভাব, পেটব্যথা, জ্বর- এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। প্রতিবছর বিশ্বের প্রায় ৩১ লাখ মানুষ দূষিত পানি পান করার ফলে নানা রকম রোগে আক্রান্ত হয়ে মারা যায়; তাই আমাদের ভুলে গেলে চলবে না পানিই জীবন পানিই মরণ। তাই বিশুদ্ধ পানি পান করার জন্য সবাইকে সচেতন হতে হবে।