পানছড়িতে বাজার বয়কটের সময় আরও এক মাস বাড়াল ইউপিডিএফ

৪ নেতা হত্যার প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

সংগঠনের ৪ নেতাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে চলমান বাজার বয়কটের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে ইউপিডিএফ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউপিডিএফ।

প্রেস বিবৃতিতে জানানো হয়, হত্যাকাণ্ডের ঘটনার এক মাস পরও খুনীদের গ্রেপ্তার করা হয়নি। এ কারণে বাজার বয়কটের সিদ্ধান্ত বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে বয়কটের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি। প্রসঙ্গত, গত বছরের ১১ ডিসেম্বর বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন ত্রিপুরার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত ১২ ডিসেম্বর এক মাসের জন্য পানছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছিল সংগঠনটি।

পূর্ববর্তী নিবন্ধআইসিজে এ গণহত্যার অভিযোগ ‘মিথ্যা ও বিকৃত’ বলে প্রত্যাখ্যান করল ইসরায়েল
পরবর্তী নিবন্ধঅসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা