পানছড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে পানছড়ি পুরান বাজারে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তাকে মুমূর্ষু অবস্থায় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিজয় দেবের স্ত্রী বৃন্দা দেবী চাকমা জানান, রাতে মুখোশ পরিহিত ১০/১২ জন বাসায় ঢুকে উনাকে (বিজয়) কুপিয়ে আহত করে। আমরা পানছড়ি হাসপাতাল থেকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিব উদ্দিন বলেন, আহতের পায়ে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পায়ের হাড়ও ভাঙা। তাকে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরফভাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া থেকে পদত্যাগপত্র পাঠালেন ইউজিসি চেয়ারম্যান