কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের সম্মেলন কক্ষে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। শ্যামনন্দ দাস (শ্যামল সাধু) মোহন্ত মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে– স্নানযাত্রা, ১ জুলাই হতে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে মহা–শোভাযাত্রা, প্রতিদিন বিকাল ৪টায় ভাগবতে জগন্নাথের অমৃতসুধা আস্বাদনসহ শাস্ত্রীয় কর্মযজ্ঞ বিধি অনুসারে পালন করা হবে। শ্রী মন্দিরের পৌরহিত মোহন্ত মহারাজ প্রস্তুতিমূলক সভায় স্নানযাত্রার মাহত্ম নিয়ে বলেন, জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ও পালনীয়।
এদিনটি জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে অনন্তকাল থেকে পালন করে আসছে। তিনি উপস্থিত সকলকে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব সম্পাদন করতে অনুরোধ জানান।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন যশোদা নন্দ, রাধা দাসী, রঘুনাথ, নিবেদন দাস, সীতানাথ দাস রাধেশ্যাম, সুমন বিশ্বাস, ডা. রতন ভৌমিক, এড. শ্যামল বাবু, এড. সুদীপ্ত বিশ্বাস। সভার কার্যক্রম পরিচালনা করেন দেবব্রত নাথ জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।