সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী এবং কোয়ালিটি ব্লুজের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে এই খেলাটি শুরু হলেও বৃষ্টির তোপে মাঝপথে বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু হতে পারেনি। পরিত্যক্ত হয়ে যাওয়ায় দু’দলই ১ পয়েন্ট করে লাভ করেছে। এতে করে সুপার ফোরের ২ খেলা শেষে পাথরঘাটা দূর্বারের মোট পয়েন্ট হয়েছে ২২। খেলা পরিত্যক্ত হওয়ায় শিরোপা প্রত্যাশী পাথরঘাটা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়লো। তাদের শেষ খেলা বার্ডস স্পোর্টিং ক্লাবের সাথে। অন্যদিকে কোয়ালিটি ব্লুজের মোট পয়েন্ট ১৪। গতকাল টসে হেরে কোয়ালিটি ব্লুজ আগে ব্যাট করে। ৩৯.৫ ওভার খেলে তারা ১১১ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে নাজমুল কবির ২৯, মো. সায়েম ২৪ এবং মো. সবুজ ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১৩।
পাথরঘাটা দূর্বারের পক্ষে মো. রাইসুল ২৪ রানে ৫টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান ওয়াহিদুল আলম। জবাবে পাথরঘাটা দূর্বার ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তোলে। এ সময় বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়। তখন ব্যাট করছিলেন রিফাত হোসেন অনি ১০ এবং মো. তানভীর ৩ রান নিয়ে। এর আগে দলের আমজাদ হোসেন ১৫ রান করেন।