পাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের সভা

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা সংগঠনের সভাপতি আব্দুর নুর আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পদাক তাপস দাশের সঞ্চালনায় গত ২৫ এপ্রিল নগরীর পাথরঘাটার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য, ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর। বক্তব্য রাখেন এম.এ সালাম, মাস্টার জসীম উদ্দিন, দিলীপ কান্তি রুদ্র, ওমর ফারুক, প্রকাশ জৈন, অ্যাড. উজ্জ্বল দাশ, মো. আবু বক্কর, উত্তম দাশ, কৃষক লীগ নেতা কাঞ্চন কানুনগো, সুজন নাথ হাজারী, সুজিত তালুকদার, অপু দাশ, মো. ফারুক, পারভেজ, নুর জামান, স্বপন কুমার, সুজিত চক্রবর্ত্তী, মিঠুন দাশ, সুফি দিদার, ইবনে আরব জসীম উদ্দিন, আফজাল হোসেন আরজু, মো. রায়হান চৌধুরী, সৌরভ দেওয়ানজী, আরিফ হোসেন প্রমুখ। শেষে কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, কৃষি স্বনির্ভর দেশ গড়তে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার আন্তরিকতায় কৃষকের মুখে আজ হাসি ফুটেছে। কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাল টাকা নিয়ে কেনাকাটার সময় আটক ২
পরবর্তী নিবন্ধওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা