পাথরঘাটার সতীশ বাবু লেইন ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনে ধর্মসভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত শ্রীবিনায়ক চক্রবর্ত্তী। পুরহিত্য করেন হিমেল চক্রবর্ত্তী।
ফাউন্ডেশনের সভাপতি বৃতেন্দ্র মালাকারের সভাপতিত্বে ও টিসু দাশের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কৃষ্ণ চক্রবর্তী, প্রমোদ বন্ধু চক্রবর্তী, হরিনারায়ন বিশ্বাস, অশোক মিত্র, সন্তোষ চৌধুরী, লালু দাশ, সুরজিত চক্রবর্তী, নয়ন চক্রবর্তী, ষীশু নাথ, সুভাষ চক্রবর্তী, জগদিশ আশ্চার্য্য, অ্যাড.শ্রীভবতোষ নাথ, কিরীট ধর, বাবলু চন্দ্র, নপুর মজুমদার, রাজীব কর্মকার, বিভুতি দে, তাপস দেবনাথ, শুভ দেবনাথ, যাজক লিটন পাল, স্বপন ধর, ইন্ত্রজিৎ পাল, সত্যজিৎ চক্রবত্তী, তপন দাশ, উত্তম, অসীম, সুভাশিষ, দীপক দাশ, দীপক অট্টাচায্য, দীপক ভট্টাচার্য্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।