পাথরঘাটায় তিন মন্দিরে হামলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে, দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর একটি মন্দিরের ‘সামান্য’ ক্ষতি হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর পাথরঘাটার হরিশ চন্দ্র মুন্সেফ লেইনে শান্তনেশ্বরী মাতৃমন্দির, সংলগ্ন শনি মন্দির ও শান্তনেশ্বরী কালী বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে মন্দির পরিচালনার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারা বলেন, কয়েকশ লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে। অন্য দুই মন্দিরের ফটক ভাঙচুর করা হয়। এ সময় স্থানীয় কয়েকটি দোকানে হামলা হয় বলেও তারা অভিযোগ করেন।

মন্দির সংশ্লিষ্টরা বলেন, হামলার শিকার হয়ে তারা সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, দুর্বৃত্তরা এসে মন্দিরে হামলার চেষ্টা করে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় দুবর্ৃৃত্তরা ছোট একটি মন্দিরে হামলা করে। পুলিশ উভয় পক্ষের মাঝখানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার পরিস্থিতি পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র নিন্দা ঢাকার
পরবর্তী নিবন্ধমানিকছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও