‘পাত্র চাই’ বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৫:৪৭ পূর্বাহ্ণ

পত্রিকায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন নগরীর খুলশী এলাকার এ টি এম বদিউল আলম। প্রতারক চক্রকে দুই কিস্তিতে বিকাশে (০১৭৯৩১২১৯৩৭) ২০ হাজার ৩০৫ টাকা পাঠিয়েছেন তিনি। পুনরায় তাকে বিকাশে ৩১ হাজার ৯০০ টাকা পাঠাতে বললে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। বিষয়টি তিনি র‌্যাব-৭, চট্টগ্রাম ও সিআইডিকে জানিয়েছেন। গতকাল টাকা ফেরত চেয়ে তিনি ফোন করলে প্রতারক চক্র তাকে জানিয়ে দেয়, তারা টাকা ফেরত দেবে না। পারলে ঢাকায় এসে নিয়ে যান।
এটিএম বদিউল ইসলাম আজাদীকে জানান, গত ২১ নভেম্বর পত্রিকায় পাত্র চাই কলামে ‘একজন পাত্রের প্রয়োজন’ উল্লেখ করে লেখা হয় ‘এক সন্তানের জননী সৌদির মদিনায় আজিজিয়ায় বাবা-মার সাথে বসবাসরত সৌদিতে নিজস্ব ব্যবসা পরিচালনা করতে যেতে আগ্রহী, একজন সৎ, কর্মঠ, নামাজি, নেশামুক্ত ব্যবসায়ীমনা মধ্যবিত্ত পরিবারের পাত্র প্রয়োজন। পাত্রের সাবেক পরিবারকে অগ্রিম আর্থিক সহযোগিতা করা হবে। ঠিকানা : বাসা নং-১৫০, রোড নং-০৭, ব্লক নং-বি, আবাসিক এলাকা, চান্দগাঁও-৪২১২, চট্টগ্রাম; ঢাকার বাসা নং ১১৬/৩, রোড নং-১২, সেক্টর-৮, উত্তরা, ঢাকা। আইডি নং-১৪৭৯০৩৬৫৯০২০, পাসপোর্ট নং-খ০৬২২০০০, প্রবাসী মন্ত্রণালয়ের স্মারক নং-১ঝই৮২৯৭৮/২০, মেয়ে ও বাবার ছবি ভিসা পাসপোর্টসহ সমস্ত শর্তাবলী/নিয়মাবলী সব অরজিনাল ডকুমেন্ট-ই-মেইলে নিয়ে বাসায় বসে যাচাই করুন : গঙই: ০১৮১৪৪৩৭৯৬৮, আলহাজ্ব মুফতি সৈয়দ তানভীর হায়দার মেয়ের বাবা। সরকারি এ্যাম্বেসির ইমেইল-ংধঁফর.বসনধংংু.নফ.পঃম.মড়া@মসধরষ.পড়স মাধ্যম প্রবাসী মন্ত্রণালয়: নং-বি ২৬২৭/১১(সৌদি এ্যাম্বেসি মাধ্যম/ প্রসেসিং)।’
এটিএম বদিউল ইসলাম বলেন, উল্লেখিত তথ্যাদি যাচাই করতে যোগাযোগ করলে আমরা উপরোক্ত ব্যক্তির কোনো হদিস পাইনি। প্রথমে পত্রিকায় দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মেইলে ৩ পাতা বিশিষ্ট একটি বার্তা পাঠানো হয়। তাতে পাত্রীর ছবি, তার কন্যা শিশুর ছবি, বাবার ছবিসহ পাসপোর্ট, আইডি, ভিসার কপির সাথে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর পাঠানো হয় এবং সেখানে টাকা পাঠাতে বলা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় স্ত্রীকে খুনের ঘটনায় পাঁচ বছর পর গ্রেপ্তার