পাঠক সৃষ্টিতে চট্টগ্রামের শিশুসাহিত্যিকরা অগ্রগামী

শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবে লেখক সম্মিলনে বক্তারা

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যের রাজধানী চট্টগ্রাম। এখানে যেমন শিশুসাহিত্যিক আছেন ঠিক তেমনি শিশুসাহিত্যে পাঠকও আছেন। চট্টগ্রামের মানুষ আগ্রহ নিয়ে বই কিনেন এবং বই পড়েন। এর কৃতিত্ব চট্টগ্রামের শিশুসাহিত্যিকদের। পাঠক সৃষ্টিতে চট্টগ্রামের শিশুসাহিত্যিকরা অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির আয়োজনে শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের তৃতীয় দিন গতকাল লেখক সম্মিলনে (নতুন বইয়ের পাঠ উন্মোচন) বক্তারা এসব কথা বলেন। সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে লেখক সম্মিলনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক মাহফুজুর রহমান। বাচিক শিল্পী আয়েশাক হক শিমুর সঞ্চালনায় লেখক সম্মিলনে ছড়াকার সজল দাশের দিচ্ছে পাড়ি বনবাদাড়ি গ্রন্থ নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যক সৈয়দ খালেদুল আনোয়ার। কবি আজিজ রাহমানের রঙ লেগেছে পাতায় পাতায় গ্রন্থ নিয়ে আলোচনা করেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, কবি ইসমাইল জসীমের সবুজে সাথে মন মাতাতে গ্রন্থের উপর আলোচনা করেন গীতিকবি জসীম উদ্দিন খান, কবি লিপি বড়ুয়ার আলোর পাখি শেখ রাসেল গ্রন্থের উপর আলোচনা করেন কবি কাসেম আলী রানা, কবি প্রদ্যোত কুমার বড়ুয়ার পেখম খুলছে আলোর পাখি গ্রন্থের উপর আলোচনা করেন কবি সায়েদুল আরেফীন, কবি বনশ্রী বড়ুয়ার সবুজ হাসে বাংলাদেশে গ্রন্থের উপর আলোচনা করেন কবি আবুল কালাম বেলাল, কবি গৌতম কানুনগোর চাঁদের হাসি খোকার হাসি গ্রন্থের উপর আলোচনা করেন অধ্যাপক বাসদেব খাস্তগীর। এছাড়া কবি রাশেদ রউফ ও সংগঠক মহসিন চৌধুরী সম্পাদিত জ্যোতির্ময় বঙ্গবন্ধু ও ড. নপবিত্র সরকারের ছড়া পড়ার ইচ্ছে আছে? গ্রন্থের পাঠ উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে লেখকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিকেল সাড়ে ৫টায় গল্পকার দীপক বড়ুয়ার সভাপতিত্বে শেখ রাসেলকে নিয়ে ছড়াকবিতা পাঠে অংশ নেন গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাস, চম্পা চক্রবর্তী, জবাশ্রী দাশগুপ্ত, জসিম উদ্দিন খান, জাইদুল ইসলাম দুর্লভ, জাকিরা আক্তার, জাবিদ হোসেন, জাহানারা মুন্নী, জায়তুন্নেছা জেবু, জি এম জহির উদ্দীন, জেবারুত সাফিনা, জেসমিন জেসী, তসলিম খাঁ, তানজিনা রাহী, তাহেরা বেগম, তোষাদ রায়হান, দিল মোহাম্মদ, দিলরুবা খানম, দীপান্বিতা চৌধুরী, দোলা চৌধুরী, নবাব হোসেন মুন্না, নাছির উদ্দিন মুহাম্মদ রহমত উল্লাহ্‌, নাজনীন আমান, নাজনীন লাকী, মোহাম্মদ নিজাম, ইকরামুল হক ইলি, কাজী মোহিনী ইসলাম প্রমুখ।

রাত ৮টায় আমার ভাবনায় শেখ রাসেল পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী। এতে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যক্ষ এস এম ওমর ফারুক, নাইমা সেহেলী, নিজামুল ইসলাম সরফী, শাকিল আহমদ, যাদব চন্দ্র দাস, মো. ইমতিয়াজ আহমেদ। খবর বিজ্ঞপ্তির

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় লোকালয়ে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়