পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হলেন সাঈদ নোমান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হয়েছেন শিক্ষাবিদ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান। গতকাল বিকেলে রাজধানীর নয়া পল্টন ভাষানী মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সভায় তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে সংগঠনটির সভাপতি ছিলেন বিএনপির প্রয়াত ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গত ২৫ ফেব্রুয়ারি মারা যান তিনি। এরপর শূন্য হয় পদটি। গতকাল অনুষ্ঠিত সভায় আবদুল্লাহ আল নোমানএর ছেলে সাঈদ আল নোমানকে সংগঠনের সভাপতি নির্বাচিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঈদ আল নোমান আজাদীকে বলেন, সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবে আমাকে নির্বাচিত করা হয়েছে, এটা আমার জন্য অত্যন্ত গর্বের। আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালনের চেষ্টা থাকবে। সবার প্রতি আহবান থাকবে, আসুন আমরা সবাই মিলে সততা, সাহস এবং সংহতির পতাকা সর্বোচ্চ শিখরে তুলে ধরি। শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে তার নেতৃত্বকে আগামী দিনে আরও দৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টায় আমরা দল, শ্রমিক এবং দেশকে একসূত্রে গেঁথে এগিয়ে যাব আর প্রতিটি পদক্ষেপে ন্যায়, সমতা ও উন্নতির আলোকবর্তিকা জ্বালিয়ে রাখব।

এদিকে গতকাল অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এ এম নাজিম উদ্দিন। সভায় ২৫টি রাষ্ট্রায়াত্ব পাটকলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ট্যানারী শ্রমিক দলের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব চৌধুরী সাজু। বক্তব্য রাখেন ফারাজি মতিয়ার রহমান, শ ম জামাল উদ্দিন, মো. আবুল কালাম জিয়া, সিরাজুল ইসলাম, এস এম জাকির হোসেন, মফিদুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সালামত উল্ল্যাহ, আনোয়ার হোসেন তালুকদার, মো. শমসের আলম, সেলিনা আঞ্জুমান ও আবুল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধক্লাস বর্জন করে চট্টগ্রাম পলিটেকনিকের মূল ফটকে শিক্ষার্থীদের তালা
পরবর্তী নিবন্ধসমুদ্রসম্পদ আহরণে গবেষণায় জোর দিতে হবে : মেয়র