পাটের মোড়কের (বস্তা) পরিবর্তে প্লাস্টিকের চালের বস্তা ব্যবহার করায় রাঙ্গুনিয়ার চার অটো রাইস মিল মালিককে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকালে উপজেলার শান্তিরহাট বাজারে এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জামশেদুল আলম। তিনি বলেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুসারে ধান-চালসহ মোট ১৯টি পণ্য মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এটি নিশ্চিতে উপজেলার শান্তিরহাট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়েছে।
প্লাস্টিকের মোড়ক পরিবেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে উপজেলার সকল অটো মিল মলিকদের এবং চালের আড়তসহ আইনে নির্দেশিত পণ্যসমূহে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।