পাগল ও ভবঘুরেদের নিয়ে কাজ করার আহ্বান

কাপ্তাইয়ে এনজিও সমন্বয় সভা

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০২ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার যত্রতত্র বিপুল সংখ্যক পাগল ও ভবঘুরে ঘুরে বেড়ায়। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলোমেলোভাবে পাগলদের ঘুরে বেড়াতে দেখা যায়। এসব পাগল ও ভবঘুরে অনেক সময় না খেয়ে থেকে কষ্ট পায়। আবার অনেকে খালি গায়ে ঘুরে বেড়ায় অথবা ময়লা কাপড় পরে সর্বত্র ঘুরে। এতে পরিবেশেরও ক্ষতি হয়। এসব পাগল ও ভবঘুরেদের নিয়ে উন্নয়ন মূলক কাজ করার জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বেসরকারি সংস্থার (এনজিও) প্রতি অনুরোধ জানান। তিনি গতকাল এনজিও সমন্বয় সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদের উপস্থিতিতিতে সকল এনজিও নের্তৃবৃন্দের প্রতি এই আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার বলেন, এনজিওগুলো কাপ্তাই উপজেলায় অনেক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। যা খুবই প্রশংসনীয়। তবে ভবঘুরে ও পাগলদের নিয়ে কাজ করলে এনজিও গুলো আরো বেশি প্রশংসা পাবেন বলেও উপজেলা নির্বাহী অফিসার আশা প্রকাশ করেন।

এসময় এনজিও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. নুরুল আলম (এইডিএফ), শম্পা দাশ গুপ্তা (ব্র্যাক), কোহেলী চাকমা (নারীর ক্ষমতায়ন), নীহার চাকমা (আশা), হারুনর রশীদ (পদক্ষেপ), মিলন চাকমা (হিল ফ্লাওয়ার), বিজয় চাকমা (চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল), লাচেন রাখাইন (লেপ্রসী মিশন)সহ আরো অনেকে। উপস্থিত সবাই উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে পাগল ও ভবঘুরেদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরীতে নিখোঁজের দুদিন পর পাহাড়ি যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধইকুইটি অনুরুপা প্রকল্প গ্রাহকের কাছে হস্তান্তর