বয়স পাত্তা না দিয়ে তারুণ্যে ভেসে চলতে চাওয়া পাগলু নামের এক ব্যক্তির জীবনের গল্প নিয়ে পরিচালক সালমান রহমান খান একটি নাটক বানিয়েছেন। দীর্ঘদিন পর এই জুটিকে পর্দায় আনছেন পরিচালক। খবর বিডিনিউজের।
সমপ্রতি নাটকের শুটিং শেষ করে চলছে প্রি প্রোডাকশনের কাজ। গ্লিটজকে পরিচালক সালমান বলেন, গল্পে দেখা যাবে পাগলু নামের এক ব্যক্তি যার বয়স বেশি কিন্তু নিজেকে তরুণ ভাবতেই পছন্দ করেন তিনি। আগ বাড়িয়ে বিপদ কাঁধে নেওয়ার মত মানুষ হলেন পাগলু।
একবার লোকজনের ধাওয়া খেয়ে পাগলুর দেখা হয় পাশের গ্রামের স্কুল শিক্ষক মায়ার সঙ্গে। তাকে দেখেই মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়ার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন পাগলু। এভাবেই গল্পটি এগিয়ে যায়। নাটকে পাগলুর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে মায়া চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। নাটকটি নিয়ে আশাবাদী নির্মাতা সালমান।
অভিনেত্রী সাফা কবির বলেন, গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। সেজান নূরের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজীসহ অনেকে। তবে কোন চ্যানেলে প্রচার হবে ‘পাগলু’, তা এখনো ঠিক হয়নি। পরিচালক জানিয়েছেন, পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে তা শিগগিরই চূড়ান্ত হবে।