কথায় আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। অর্থাৎ যে যেখানে মানানসই তাকে সেখানেই মানায়।
আমাদের দেশে যে পরিমাণ পাখি শিকার করা হচ্ছে যদি এরকম আরও কয়েক বছর চলতে থাকে তাহলে বাংলাদেশে বিভিন্ন ধরনের পাখি যেমন টিয়ে, ময়না, ঘুঘুসহ আরও অনেক সুন্দর পাখিগুলো বিলুপ্ত হয়ে যাবে এগুলোর অস্তিত্বও আর থাকবে না। ফলে পরিবেশ বিরূপ হুমকির মুখে পড়বে।
যার বিরূপ প্রভাব পড়বে আমাদের সমাজ জীবনে। এ বিষয়ে যদি এখন থেকে সতর্ক হওয়া না যায় এগুলো দেশে আর পাওয়া যাবে না। পাখি শিকার করা ভয়ঙ্কর অপরাধ।
এক্ষেত্রে জনসাধারণকে পাখি শিকার এবং এর ভয়াবহতা সম্পর্কে জানাতে হবে।
ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
জয়দেব ভট্টাচার্য্য
কলেজ রোড, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম।