পাখির স্বাধীনতা

সুজন দাশ | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:২১ পূর্বাহ্ণ

বনের পাখি গাইছে গলা ছেড়ে,

ঠোঁট দুটো তার অবাক নেড়ে নেড়ে!

বাতাস তারে দিচ্ছে দোলা এসে,

সুর খানা তার যাচ্ছে দূরে ভেসে।

উদাস পাখির এমনই মধুর গান,

শুনে আমার জুড়িয়ে গেল কান!

চেয়ে চেয়ে দেখছি পাতার ফাঁকে,

সুরের মায়ায় আটকে যেন রাখে!

মানায় তারে এমন পরিবেশে,

নির্জনতা দাঁড়ায় পাশে ঘেঁষে!

ভাবছি এমন স্বাধীন জীবন পেলে,

উড়ে যেতাম স্বপ্নে ডানা মেলে।

চাহিদা তার একটি কেবল ক্ষুধা,

মিটে গেলেই ঢালে সুরের সুধা!

ইচ্ছে হলেই আসতে পারে ঘুরে,

থাকতে পারে গোটা ভুবন জুড়ে।

পূর্ববর্তী নিবন্ধট্রেন যাত্রা
পরবর্তী নিবন্ধমেঘ ডাকে আয় পাহাড়টাকে