পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের সিসিটি১ জেটিতে ভিড়েছে। জিটুজি ভিত্তিতে চালের প্রথম চালানটি ‘এমভি সিবি’ নামের একটি জাহাজে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় গতকাল বিকেল সাড়ে ৩টায়।

গতকাল রাতে দৈনিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুর্শী চাকমা। তিনি আরো বলেন, পাকিস্তানের সঙ্গে ‘জিটুজি’ ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে। আমদানি হওয়া প্রথম চালানের জাহাজটি থেকে চালের নমুনা পরীক্ষার পর দ্রুত চালাস খালাস শুরু করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিচার আন্তর্জাতিক আদালতেও হতে পারে : ফলকার টুর্ক
পরবর্তী নিবন্ধগরিব রোজাদারকে ইফতারে শামিল করা অতীব পুণ্যময় আমল