পাকিস্তান থেকে লন্ডনে গেছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এরপর দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ পুরো দলই দেশে ফিরেছে গত বুধবার রাতে। বিমানবন্দরে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিসিবি পরিচালক আকরাম খান, নাজমুল আবেদীন ফাহিম সহ কর্মকর্তারা। তবে পাকিস্তান থেকে ফেরা এই দলে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কিছুদিন আগে তার নামে হত্যা মামলা হয়েছে। এরপর থেকে তার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে। সবাই দেশে ফিরলেও সাকিব ফেরেননি। তিনি চলে গেছেন লন্ডনে। কাউন্টি দল সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর আসন্ন ভারত সফরে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। ৯ সেপ্টেম্বর থেকে লাল বলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা টাইগারদের। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টিটোয়েন্টি খেলতে ভারত যাবে দল।

এদিকে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর তেকে বারবার আলোচনায় আসছে তার দেশে ফেরা নিয়ে। সাকিব দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে কিনা। তাকে দলের সাথে রাখা হবে কিনা নানা প্রশ্ন। যদিও আসন্ন ভারত সফরে তিনি থাকবেন কিনা সেটা জানা যাবে দল ঘোষনার পর। তবে বাংলাদেশের সাবেক থেকে বর্তমান সব ক্রিকেটারই সাকিবের পাশে দাড়িয়েছেন। এমনকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি এখন একজন রাজনতিবিদ, যিনি নানা মামলায় অনেকবার জেল খেটেছেন সেই আমিনুল হকও বলেছেন সাকিব যেন হয়রানির শিকার না হয়। তাই সাকিবকে নিয়ে খুব বেশি টেনশন দেখছেননা অনেকেই। তাছাড়া বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা হলে সাকিবের বিষয়ে কথা বলবেন। যেহেতু পুরো দল রয়েছে সাকিবের সাথে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির অগাস্টের সেরা ক্রিকেটারের লড়াইয়ে মহারাজ, সিলস ও ওয়েলালাগে
পরবর্তী নিবন্ধদলের সবাই সাকিবের পাশে আছে প্রধান উপদেষ্টাকে সেটা জানাতে চান শান্ত