আরও একবার প্রকৃতির বাগড়া পড়ল বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) প্রথম চার দিনের ম্যাচে। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে গতকাল বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পরপর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে প্রথম দিনেও অর্ধেকের বেশি সময় ছিল বৃষ্টির দাপট। চারদিনের ম্যাচটির প্রথম তিন দিন মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। যেখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান শাহিনস। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তাদের লিড ২৪৫ রানের। বাংলাদেশ ‘এ’ দলকে ১২২ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত ৪ উইকেটে ৩৬৭ রান করেছিল স্বাগতিকরা। তৃতীয় দিন আর কোনো রান যোগ করার সুযোগ পায়নি তারা। পাকিস্তানকে বড় লিড এনে দেওয়ার কারিগর উমার আমিন। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিতে তুলে নেন তিনি। ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাউদ শাকিল করেন ৭৬ রান। এছাড়াও সাইম আইয়ুব ১১, হুরাইরা ৩৯, গুলাম ২০ এবং সাদ ৩১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে হাসান মুরাদ নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা এবং নাঈম হাসান। আজ ম্যাচের শেষ দিন। কাজেই ম্যাচটি ড্র হবে নাকি পাকিস্তান শাহীনস জিতে যাবে সেটাই এখন দেখার বিষয়। যদিও বৃষ্টির চোখ রাঙানি এখনো রয়েছে। তারপরও দেখার বিষয় ম্যাচটা বাঁচাতে পারে কিনা এনামুল হক বিজয়ের দল।