পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজে ১০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অসিরা। আজ শনিবার সিডনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল। হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছিলো পাকিস্তান। কিন্তু ঘুড়ে দাঁড়াতে সময় নষ্ট করেনি তারা। শেষ দুই ম্যাচ জিতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে পাকিস্তান। ওয়ানডের মত টিটোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করে পাকিস্তান। ব্রিজবেনে প্রথম ম্যাচে ২৯ রানে হারে মোহাম্মদ রিজওয়ানের দল। তবে দ্বিতীয় ম্যাচের দলের ব্যাটারদের কাছে বড় স্কোর চান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, প্রথম ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারেনি। ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারলে ৯৪ রান সম্ভব ছিলো। টিটোয়েন্টিতে ব্যাটারবোলারদের একত্রে জ্বলে উঠতে হয়। কিন্তু আমাদের ব্যাটিং খুবই বাজে হয়েছে। সিরিজে সমতা ফেরাতে ব্যাটারদের বড় রান করতে হবে। টিটোয়েন্টি ফরম্যাটে এ পর্যন্ত ২৬ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এরমধ্যে ১৩টিতে পাকিস্তান ও ১২টিতে জয় পায় অস্ট্রেলিয়া। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ ৫ ম্যাচের সবগুলোতেই হেরেছে পাকিস্তান। সিডনিতে এখন পর্যন্ত একবার টিটোয়েন্টি ম্যাচ খেলেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ২০১৯ সালের ঐ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়েছিলো।

পূর্ববর্তী নিবন্ধসবাইকে নিয়ে সুন্দর চট্টগ্রাম গড়তে চাই
পরবর্তী নিবন্ধব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি