চীন বলছে, তারা পাকিস্তান ও ইরান উত্তেজনায় মধ্যস্থতা করতে চায়। গতকাল বৃহস্পতিবার দেশটি আগ্রহের কথা জানায়। ইরান পাকিস্তানের অভ্যন্তরে মঙ্গলবার জঙ্গিদের লক্ষ্য করে সীমান্ত এলাকায় হামলা চালায়। হামলায় দুই শিশু নিহত হওয়ার খবর জানিয়েছিল পাকিস্তান, বলেছিল, ইরানের উসকানিহীন হামলা অগ্রহণযোগ্য। পরে বৃহস্পতিবার ভোরে ইরানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানার কথা জানায় পাকিস্তান। হামলায় সাত বেসামরিক নিহত হওয়া খবর দিয়েছে তেহরান। খবর বাংলানিউজের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন আন্তরিকভাবে আশা করে, উভয়পক্ষ শান্ত থাকবে, সংযম বজায় রাখবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াতে পারবে। তিনি বলেন, উভয়পক্ষ চাইলে পরিস্থিতির উত্তেজনা কমাতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও প্রতিবেশী ইরান উভয়ই তাদের সীমান্ত অঞ্চলে ক্রমবর্ধমান বিদ্রোহের সঙ্গে লড়ছে। পাকিস্তানের পাল্টা হামলার পর তেহরান বলছে, তারা পাকিস্তানি চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে।