ঈদের আমেজ কাটতে না কাটতেই আবারো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সরগরম হচ্ছে চট্টগ্রাম। কদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে অংশ নিতে আজ চট্টগ্রামে এসে পৌঁছাবে পাকিস্তানের যুবারা। এদিকে গতকালই চট্টগ্রামে এসে পৌছেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। দু’দলই থাকবে নগরীর হোটেল পেনিনসুলায়।
এই সিরিজে বাংলাদেশ এবং পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল একটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর দু’দলের মধ্যকার পাঁচটি ওয়ানডে ম্যাচের প্রথম দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। গতকাল চট্টগ্রামে পৌছা বাংলাদেশের যুবারা আজ অনুশীলন করবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। অপরদিক আজ রাতে চট্টগ্রামে পৌছা পাকিস্তানের যুবারা আগামীকাল অনুশীলন করবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ৩০ এপ্রিল শুরু হবে দু দলের মধ্যকার সফরের একমাত্র চার দিনের ম্যাচটি। চলবে ৩ মে পর্যন্ত।