পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্রিটিশ রাষ্ট্রদূতের সফর, ভারতের আপত্তি

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে মীরপুর সফরে গিয়েছিলেন পাকিস্তানের ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট। গত ১০ জানুয়ারির এই সফরে তিনি বেশ কয়েক জন ব্যবসায়ী এবং ছোটদের একটি ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি আতিথেয়তার জন্য মীরপুরের বাসিন্দাদের ধন্যবাদও জানিয়ে বলেন, পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ৭০ শতাংশই মীরপুরের বাসিন্দা। খবর বাংলানিউজের।তবে তার এই সফরকে সহজভাবে নেয়নি ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে। ইসলামাবাদের ব্রিটিশ রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাদের পাক অধিকৃত কাশ্মীরে যাওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং এই বিষয়ে তীব্র আপত্তি জানাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কের বিরুদ্ধে মেঘ চুরির অভিযোগ তুললো ইরান
পরবর্তী নিবন্ধছায়াপথের বাইরে থেকে নতুন সংকেত পেল নাসা