পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন ৯ মার্চ

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানে আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার পাকিস্তানের নির্বাচন কমিশনের সূত্রের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে জিও নিউজ। খবরে বলা হয়, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল শনিবার ঘোষণা করতে পারে। সূত্রের খবর, আগামী ৯ মার্চ পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসিপির একাধিক সূত্র বলেছে, জাতীয় পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর বাংলানিউজের।

আর কেন্দ্র ও প্রদেশগুলোয় সরকার গঠনের সিনেট নির্বাচনের আগে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পাকিস্তান মুসলিম লীগনওয়াজ (পিএমএলএন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্যান্য কয়েকটি দল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করছে পাকিস্তানে। গত কয়েকদিন ধরেই এ খবর আলোচনায়। পিএমএলএন ও পিপিপি জোট হলে শরিকদের প্রেসিডেন্ট প্রার্থী হবেন আসিফ আলি জারদারি।

কেননা, দুই দল ক্ষমতা ভাগাভাগির আলোচনা আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট পদ নিয়ে ঐকমত্যে পৌঁছায়। গত ৮ ফেব্রুয়ারির পর নানা নাটকীয়তা হয়ে গেলেও পাকিস্তানে সরকার গঠন হয়নি। দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকই ইনসাফ (পিটিআই) ৯২টি আসন পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধযুদ্ধের তৃতীয় বছরের শুরু চাপে ইউক্রেনের প্রতিরক্ষা