পাকিস্তানে প্রথম দিনে বিধ্বস্ত ‘এ’ দল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৪৪ পূর্বাহ্ণ

চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল একটি সিরিজ খেলছে। টেস্টের জন্য প্রস্তুত হতে মুশফিকুর রহিমমোমিনুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে এই দলের স্কোয়াডে। গতকাল মঙ্গলবার চারদিনের ম্যাচে অভিজ্ঞদের নিয়েও প্রথম দিন বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের দলটি। এনামুলমুশফিকমোমিনুলদের ব্যর্থতায় প্রথম দিনে ১২২ রানে থেমে যায় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। ইসলামাবাদে বৃষ্টির কারণে ম্যাচটি কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক এনামুল হক বিজয়। কিন্তু দলীয় ৬ রানে শূন্যতে আউট হন তিনি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার মাহমুদুল হাসান জয় ছাড়া অন্য কোনও ব্যাটার থিতু হতে পারেননি। পুরো ইনিংসে চার ব্যাটার রানের খাতা না খুলেই আউট হয়েছেন। পাকিস্তান সিরিজের টেস্ট স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম (১৪) ও মোমিনুল হক (১১) সুবিধা করতে পারেননি।

এই দুজনের বাইরে জয় ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন পেসার রেজাউর রহমান রাজা (১০)। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন জয়। ১১৬ বলে ৯ চারে জয় নিজের ইনিংসটি সাজান। সবমিলিয়ে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। পাকিস্তান শাহিনসের হয়ে নাসিম শাহ ও মীর হামজা সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া মোহাম্মদ রমিজ জুনিয়র নিয়েছেন দুটি উইকেট। দিনের শেষ বিকালে খেলতে নেমে ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করেছে পাকিস্তানের দল। বুধবার ১২০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। সাইম আইয়ুব () ও মোহাম্মদ হুরাইয়া () ক্রিজে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল
পরবর্তী নিবন্ধপাপনের পদত্যাগ দাবিতে বিসিবিতে বিক্ষোভ