পাকিস্তানের সদস্যপদ স্থগিত করল ফিফা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৬ পূর্বাহ্ণ

পাকিস্তান ফুটবল ফেডারেশনের (পিএফএফ) সদস্যপদ স্থগিত করেছে ফিফা। কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। অন্যদিকে সরকারি হস্তক্ষেপের কারণে স্থগিতাদেশ দেওয়া হয়েছে আফ্রিকার দেশ চাদের ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর। বুধবার এই ঘোষণা দেয় ফিফা। ২০১৮ সালে পিএফএফ পরিচালনার জন্য আশফাক হুসেনের নেতৃত্বে একদল ফুটবল কর্মকর্তাকে নির্বাচিত করে সুপ্রিম কোর্ট, কিন্তু তা ফিফার স্বীকৃতি পায়নি। সমপ্রতি তারা হারুণ মালিকের নেতৃত্বাধীন ফিফা ‘নরমালাইজেশন কমিটির’ কাছ থেকে ফেডারেশনটির নিয়ন্ত্রণ নেয়।
তারা যেভাবে ‘জোর করে দায়িত্ব নিয়েছে’ তা আইনের মারাত্মক লঙ্ঘন আর একারণেই সংস্থাটিকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানায় ফিফা। ২০১৭ সালেও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে পাকিস্তানের সদস্যপদ স্থগিত করেছিল ফিফা। আফ্রিকার দেশ চাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনে হস্তক্ষেপ করায় তাদের সদস্যপদ স্থগিত করে ফিফা।

পূর্ববর্তী নিবন্ধনিজের রেকর্ড ভেঙেই মাবিয়ার স্বর্ণ জয়
পরবর্তী নিবন্ধছয় পেসার নিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছে বাংলাদেশ