পাকিস্তানের বেঁচে থাকার নাকি আনুষ্ঠানিকতার ম্যাচ !

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপের শুরুটা হয়েছিল পাকিস্তানের হার দিয়ে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে যায় পাকিস্তান। সে ম্যাচে দুই দলের রান সমান হয়ে যাওয়ায় ম্যাচটি টাই হয়ে যায়। পরে সুপার ওভারে ম্যাচে হারে পাকিস্তান। পাকিস্তানের পরের ম্যাচটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। বলা যায় প্রথম ম্যাচের তুলনায় ভারতের বিপক্ষে ম্যাচটি জেতার সুযোগ বেশি ছিল পাকিস্তানের। কারণ শক্তিশালী ভারতকে মাত্র ১১৯ রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তানের বোলাররা। কিন্তু ব্যাটিংয়ে নেমে সুবিধাজনক অবস্থায় থেকেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ৬ রানে। ফলে দুই ম্যাচ শেষে পাকিস্তানের সংগ্রহ শূন্য। বাকি রয়েছে দুটি ম্যাচ। আর সে দুটি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা এবং আয়ারল্যান্ড। আজ কানাডার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান।

আজকের ম্যাচটি একরকম কেবলই আনুষ্ঠানিকতার পাকিস্তানের জন্য। কারণ গ্রুপে ভারত এবং যুক্তরাষ্ট্র দুটি করে ম্যাচে জিতেছে। পাকিস্তান পরের দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৪। তখন সুপার এইট পর্বে খেলতে হলে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের পরের দুই ম্যাচে পরাজয় কামনা করতে হবে। স্বাগতিকরা শেষ দুটি ম্যাচে হারলেও পাকিস্তানকে অপেক্ষা করতে হবে রান রেটের জন্য। সব মিলিয়ে পরের দুটি ম্যাচ পাকিস্তানের জন্য বেঁচে থাকার জন্য নাকি আনুষ্ঠানিকতার সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ কানাডার বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। কানাডা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলেছে। যার একটিতে জিতেছে আর হেরেছে একটিতে। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্করাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর করা কানাডা নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে। সে ম্যাচে কানাডা জিতেছিল ১২ রানে। তাই সুপার এইট পর্বে খেলার সুযোগ রয়েছে কানাডারও। আর সেক্ষেত্রে আজ পাকিস্তানকে হারাতে হবে কানাডার। তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ন ম্যাচটি। দু দল টিটোয়েন্টি ক্রিকেটে একবার মাত্র মুখোমুখি হয়েছে। ২০০৮ সালে কানাডায় অনুষ্ঠিত সে ম্যাচটিতে পাকিস্তান জিতেছিল ৩৬ রানে। ১৬ বছর পর আবার দু দল মুখোমুখি হচ্ছে টিটোয়েন্টি ক্রিকেটে। আর সেটি বিশ্বকাপে। একেবারে গুরুত্বপূর্ণ এক ম্যাচে। কানাডার বহুজাতিক কোম্পানি দলের বিপক্ষে পাকিস্তানকে লড়তে সর্বশক্তি দিয়ে। কারণ এই ম্যাচে জয়ের পাশাপাশি রান রেটের দিকেও খেয়াল রাখতে হবে পাকিস্তানের। দলটির বোলাররা ভাল করলেও ব্যাটাররা পারছেনা ভাল করতে। ফলে যুক্তরাষ্ট্রের মত দলের কাছেও হারতে হয়েছে। আজ যদি কোন কারণে কানাডার কাছে হারে পাকিস্তান তাহলে বিদায় ঘন্টা বেজে যাবে ২০০৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের।

পূর্ববর্তী নিবন্ধরিজওয়ান-ফখরের ওপর ক্ষুব্ধ ওয়াসিম আকরাম
পরবর্তী নিবন্ধক্রীড়াঙ্গনে মডেল হতে চায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র