পাকিস্তানের বিপক্ষে আজ ‘সেমিফাইনালের’ অপেক্ষায় বাংলাদেশ

৪১ রানে জিতে ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:২৩ পূর্বাহ্ণ

টিটোয়েন্টিতে সেরা দল ভারত। কিন্ত আগের দিন বাংলাদেশ কোচ বলেছিলেন তারা অজেয় নয়। তবে মাঠের লড়াই বলল ভিন্ন কথা। ভারত অজেয় দল। এবারের এশিয়া কাপে ভারত এখনো পর্যন্ত অজেয়। বলা যায় এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। যদিও বাংলাদেশের সুযোগ ছিল গতকালই ফাইনাল নিশ্চিত করার। কিন্তু সেটা হলো না বাংলাদেশের ব্যাটারদের চরম ব্যর্থতায়। বোলাররা তাদের দায়িত্বটা যথাযথ পালন করলেও ব্যাটাররা দিয়েছে চরম দায়িত্বহীনতার পরিচয়। যার পরিণতি ভারতের কাছে ৪১ রানে হেরে এশিয়া কাপের ফাইনালে খেলাটা কঠিন করে তুলল বাংলাদেশ।

ভারতের জয়ে নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার বিদায়। বাংলাদেশ আজ মুখোমুখি হবে পাকিস্তানের। দুবাইয়ে ম্যাচটি কার্যত সেমিফাইনাল। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে ট্রফির লড়াইয়ে। পাকিস্তানের বিপক্ষে জিততে না পারলে বিদায় নিতে হবে বাংলাদেশকে। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত যেভাবে শুরু করেছিল সেখান থেকে তাদের ভালই রাশ টেনেছিল বোলাররা। কিন্তু ব্যাটাররা পারেননি দলকে জয়ের দিকে নিয়ে যেতে। টিটোয়েন্টিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় জয় পাওয়া হলো না বাংলাদেশের।

টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়ে নেওয়া বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তটাকে সঠিকই মনে হচ্ছিল। অন্তত প্রথম তিন ওভার ভারতীয় ওপেনারদের বেধে রাখতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। কিন্ত এরপর শুরু হয় ভারতীয় ব্যাটারদের ব্যাটিং তাণ্ডব। তিন ওভারে ভারতের রান ছিল মাত্র ১৭। এরপর গিল এবং অভিষেক ঝড় তোলেন। ৬.২ ওভারে ৭৭ রান করে ভাঙে উদ্বোধনী জুটি। ১৯ বলে ২৯ রান করা গিলকে ফেরান রিশাদ। এরপর দ্রুত ফিরেন শিভম দুবে এবং অধিনায়ক সুরিয়া কুমার যাদব। কিন্তু অভিষেক শর্মার ব্যাট যেন থামছিলই না। শেষ পর্যন্ত অভিষেক ফিরেন রান আউট হয়ে। ৩৭ বলে ৭৫ রান করেন এই ওপেনার। ১০ ওভারে ৯৬ রান তুলে ফেলা ভারতকে অবশ্য বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ১৬৮ রানে থামে ভারত। হার্দিক পান্ডিয়া করেন ২৯ বলে ৩৮ রান। বাংলাদেশের রিশাদ হোসেন নিয়েছেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ওপেনার তানজিদকে হারায়। ১ রান করেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ৪২ রান যোগ করেন সাইফ এবং ইমন। ২১ রান করে ফিরেন ইমন। এজুটি ভাঙ্গার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেনরা ফিরেন দুই অংকের ঘরে যাওয়ার আগে। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করছিলেন সাইফ হাসান। অপরপ্রান্ত ছিল কেবলই আসা যাওয়া। সতীর্থদের আসা যাওয়া দেখতে দেখতে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন একপ্রান্ত আগলে রাখা সাইফ। নবম ব্যাটার হিসেবে ফেরার আগে ৫১ বলে ৩ টি চার এবং ৫ টি ছক্কায় ৬৯ রান করেন সাইফ। ওয়ান ডাউনে নামা পারভেজ হোসেন ইমনের পর আর কোন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। দলের নয় জন ব্যাটার মিলে করেছে ২৮ রান। আর তাতেই ১২৭ রানে অল আউট হয় বাংলাদেশ তিন বল বাকি থাকতে। ভারতের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ২টি করে নিয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং বরুন চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধদামপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিল