পাকিস্তানপন্থি এমএনএ এমপিএদেরও তালিকা হবে

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর পাশাপাশি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত এমএনএ এবং এমপিএদের মধ্যে যারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তাদের তালিকাও তৈরি করা হবে।

জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পরীক্ষা-নিরীক্ষা শেষে নতুন এই ধারাটি যুক্ত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এ সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। খবর বাংলানিউজের।

এর আগে গত ৬ জুন ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধগাড়ি চোর চক্রের প্রধানসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধহালিশহরে গৃহবধূর আত্মহত্যা