ডান–হাতি পেসার হাবিবা ইসলামের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে ১–১ এ সমতা ফিরিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। গতকাল শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলকে। ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তিন উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। প্রথম ম্যাচ ১৩ রানে জিতেছিল পাকিস্তান। কক্সবাজারে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ৮০ রানে আটকে যায় সফরকারী পাকিস্তান। দলীয় ৭ রানেই তাদের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশের অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান করেন ৩১ বলে ১৫ রান। কোমাল খান করেন ৪২ বলে ২৮ রান। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেন। জুফিশান আয়াজ করেন ২৭ বলে ১৭ রান। তারপর হাবিবার বোলিং তোপে আর কেউ দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি। ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা পারফরমার হাবিবা ইসলাম। ১টি করে উইকেট নেন অতশি মজুমদার ও জেরিন তাসনিম।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় মাত্র ৪ রানেই। অরিত্রি নির্জনা মণ্ডল ৮ বলে ২ রান করে ফিরে যান। তারপর ২৭ রানের জুটি পায় বাংলাদেশ। জান্নাত ইমান্তা ২৩ বলে ৯ রান করে আউট হয়ে গেলে ভেঙে যায় এই জুটিও। তারপর আরও দুই উইকেট দ্রুতই হারায় বাংলাদেশ। ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশের মেয়েরা। আউট হওয়া চার ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেনি। এসময় এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ওপেনার ও উইকেটরক্ষক সুমাইয়া আকতার। ১টি চারে ৩৮ বলে ৩২ রান করে ১৭তম ওভারে আউট হন সুমাইয়া। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন তিনি। সুমাইয়া ফেরার পর ফারজানা ইয়াসমিন ১০ রান করেন। দলীয় ৬৩ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৭০ রানে পড়ে যায় আরও একটি উইকেট। সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। ১০ বলে হার না মানা ১৩ রান করেন তিনি। সাদিয়ার অনবদ্য ১৩ রানের সুবাদে ১ ওভার বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ নেন দুইটি করে উইকেট। ম্যাচ সেরা হন বাংলাদেশের হাবিবা ইসলাম। একই ভেন্যুতে আগামীকাল ৭ ডিসেম্বর সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল।











