পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় ভারতীয় নারীদের

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ক্রিকেট বিশ্বকাপ মানে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য। বিশ্বকাপে ভারতকে হারাতেই পারেনি পাকিস্তান। সেটা অবশ্য পাকিস্তানী পুরুষদের বেলায় প্রযোজ্য। কিন্তু নারীদের ক্ষেত্রেও যেন একই কথা বলা যায় এখন। শুধু বিশ্বকাপ নয় ক্রিকেটে ভারতের নারীদের সাথে পাকিস্তানের নারীরা কেন জানি পেরে উঠেনা। ধারাবাহিকভাবে হারতে থাকা পাকিস্তানের মেয়েরা গতকাল আবারো হেরেছে ভারতের মেয়েদের কাছে। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। অথচ বিশ্বকাপে দু দলের শুরুটা দু রকম ছিল। নিউজিল্যান্ডের কাছে হেরে শুরু করেছিল ভারতের মেয়েরা। আর শ্রীলংকাকে হারিয়ে শুরু করেছিল পাকিস্তান। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এসে হারের স্বাদ নিল পাকিস্তান। দুই ম্যাচে দু দলেরই এখন একটি করে জয় আর একটি করে হার। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল পাকিস্তানের মেয়েরা। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান তুলতে সক্ষম হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটাররা। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি গুল ফিরোজা। আউট হয়ে যান শূন্য রানে। মুনিবা আলি এবং সিদরা আমিন মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ২৫ রানের জুটি ভেঙে যায় দিপ্তি শর্মার বলে। ১১ বলে ৮ রান করে আউট হন সিদরা আমিন। ওমাইমা সোহাইল আউট হন ৩ রান করে। ৩৪ বলে সর্বোচ্চ ২৮ রান করেন নিদা দার। মুনিবা আলি করেন ১৭ রান। সাইদা আরুব শাহ ১৪ রানে অপরাজিত থাকেন এবং ফাতিমা সানা করেন ১৩ রান। ভারতীয় বোলারদের মধ্যে অরুন্দতি রেড্ডি নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্রেয়াঙ্কা পাতিল । ১টি করে উইকেট নেন রেনুকা সিং, দিপ্তি শর্মা এবং আশা সোবহানা। ১০৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে স্মৃতি মন্দিানাকে হারায় ভারত। দ্বিতীয় উইকেটে শেফালি ভার্মা এবং জেমিমা রদ্রিগেজ মিলে যোগ করেন ৪১ রান। ৩৫ বলে ৩২ রান করা শেফালীকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন ওমাইমা সোহাইল। অধিনায়ক হারমানপ্রিত কৌরের সাথে ১৯ রান যোগ করে ফিরেন জেমিমা রদ্রিগেজ। ২৮ বলে ২৩ রান করে ফিরেন জেমিমা। ২৪ বলে ২৯ রান করা ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর অবসরে গেলেও দিপ্তি শর্মা এবং সজিবান সাজানা মিলে দলকে জয়ের বন্দরে পৌছে দেন। সাত বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত নারী দল। পাকিস্তানের পক্ষে ২টি উইকেট নেন ফাতিমা সানা। একটি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল এবং ওমাইমা সোহাইল। ম্যাচ সেরা হয়েছেন ভারতের অরুন্ধতি রেড্ডি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্কুলভিত্তিক হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে হার দিয়ে অভিষেক সাকিবের