পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডার্ক হর্স’ বললেন ম্যাথু হেইডেন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

পাকিস্তান ক্রিকেট দল বিশ্বের সবচাইতে ভয়ংকর দল গুলোর একটি। আবার এই দলটি আনপ্রেডিক্টেবল দল হিসেবেও পরিচিত। যেহেতু দলটি নিয়ে কাজ করেছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটার ম্যাথু হেইডেন। সেহেতু দলটি সম্পর্কে তার বেশ ভালই ধারণা রয়েছে। তাইতো এই অস্ট্রেলিয়ান বললেন টিটোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অনেকটা ডার্ক হর্সের মত দল। কাজ করবে আড়ালে। পরে সুযোগ বুঝে সবাইকে টেক্কা দিয়ে যাবে। আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপেও চমক দেখাতে পারে পাকিস্তান। তেমনটিই মনে করেন হেইডেন। সমপ্রতি একটি সাক্ষাৎকারে এমন আশাবাদী মন্তব্য করেন পাকিস্তানে সাবেক এই অস্ট্রেলিয়ান মেন্টর। হেইডেন বলেন বিশ্বকাপে পাকিস্তান সবসময়ই ডার্ক হর্স। শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের সঙ্গে তাদের ফাস্ট বোলিং আক্রমণ আশ্চর্যজনক। যারা গত বিশ্বকাপে দলে ছিলেন না। এটা একটি বড় প্রত্যাবর্তন। মোহাম্মদ আমির এবং হারিস রউফের সঙ্গে তারা বেশ শক্তিশালী পেস আক্রমণ তৈরি করেছে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের সমন্বয়ে গঠিত টপঅর্ডারের উল্লেখ করে দলের ব্যাটিং লাইনআপেরও প্রশংসা করেন হেইডেন। তবে পাকিস্তান দলের ফিল্ডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই অসি ওপেনার। ব্যাটিং লাইনআপ নিয়ে হেইডেন বলেন দলটির বড় তিনজন ব্যাটার হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান। তাদের সবচেয়ে বড় সমস্যা ফিল্ডিং। আশা করি, এটি এই বছর তাদের পারফরম্যান্সকে কমিয়ে দেবে না। তারা একটি শক্ত দল এবং অবশ্যই ২০২৪ সালের টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য দেখার মতো একটি দল।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মেখল ইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধওয়ানডে ছাড়ার ঘোষণা স্টার্কের