ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারকে অপমান করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ক্ষেপে গিয়ে দলের এক কর্মী মহারাষ্ট্র রাজ্য বিজেপি’র মুখপাত্র বিনায়ক আম্বেকরের মুখে সপাটে চড় কসিয়েছেন। পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান চন্দ্রকান্ত পাতিল ওই ঘটনার ভিডিও অনলাইনে পোস্ট করে লেখেন, মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির মুখপাত্র বিনায়ক আম্বেকর এনসিপি গুন্ডাদের আক্রমণের শিকার হয়েছেন এবং বিজেপি’র পক্ষ থেকে আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। এই এনসিপি গুন্ডাদের অবিলম্বে মোকাবেলা করতে হবে। খবর বিডিনিউজের।
মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোট সরকারের অংশীদার এনসিপি। ভিডিওতে দেখা গেছে, কিছু লোকের সঙ্গে আম্বেকরের ঝগড়া হচ্ছে। ওই সময় তিনি একটি ডেস্কে বসে আছেন। ঝগড়ার মাঝেই এক ব্যক্তি তাকে চড় মারেন। এর আগে শনিবার শরদ পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল এবং শিক্ষার্থী নিখিল ভামরেকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল রোববার জানায় এনডিটিভি। কেতকী তার পোস্টে লিখেছিলেন নরক আপনার অপেক্ষায়, আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন। কেতকীর বিরুদ্ধে মানহানি, শত্রুতা প্রচার এবং মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।












