পাওয়ার প্লেতে সানরাইজার্স হায়দরাবাদের বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ চারছক্কার বন্যা বইয়ে দিচ্ছে, হচ্ছে রানের পাহাড়। গতকাল শনিবার বিশ্ব রেকর্ড গড়ে ফেলে তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১২৫ রান করেছে তারা, যা টিটোয়েন্টিতে এই প্রথম।

প্রথম ওভার থেকেই শুরু হয়েছে ব্যাটিং ঝড়। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতে ২.৪ ওভারেই দলীয় ফিফটি হয়ে যায়। তৃতীয় ওভারে মাত্র ১৬ বলে ছয় মেরে ফিফটি করেন হেড। হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন অভিষেক শর্মার সামনে, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই আসরেই রেকর্ডটি গড়েছিলেন। ৫ ওভার শেষে স্কোর একশ ছোঁয় হায়দরাবাদ, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম। পাওয়ার প্লে শেষে তাদের রান ১২৫। এই কীর্তিতে হেডের অবদান ২৬ বলে ৮৪ রান, আর অভিষেক করেন ১০ বলে ৪০ রান।

পূর্ববর্তী নিবন্ধজব্বারের বলী খেলা কমিটির সহ সভাপতি সৈয়দ মো. তানসির
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের বোলিংয়ে হতাশ হার্শা-মুডি, প্রশংসা গিলক্রিস্টের