পাওনা টাকা চাইতে গেলে ছুরিকাঘাত, আহত রাজমিস্ত্রির মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গেলে ছুরিকাঘাতে আহতের ৪ দিন পর জহির আহমদ (৪৫) নামে একজন রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহির আহমদ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান নয়াপাড়ার মৃত আলী আহমদের পুত্র ও ৫ সন্তানের জনক। গত ১৬ জুলাই এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদি হয়ে ৪ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন একই এলাকার মৃত সোলাইমানের পুত্র নাজিম উদ্দিন (৩২), সাহাব উদ্দিন (৩৬), আহাম্মদ হোসেনের পুত্র মো. জুবাইর (২৮) ও ওসমান গণির পুত্র মো. রিয়াদ (২৬)

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিনের বাড়ির নির্মাণ কাজ করেন রাজমিস্ত্রি জহির আহমদ। কাজের বাবদ আসামিদের কাছ থেকে তিনি টাকা পাওনা আছেন। গত ১৩ জুলাই সকালে রাজমিস্ত্রি জহির আহমদ পাওনা টাকা চাইতে আসামিদের বাড়িতে যান। এ সময় আসামি নাজিম উদ্দিনের সাথে টাকার বিষয় নিয়ে রাজমিস্ত্রি জহির আহমদ তর্কে জড়িয়ে পড়েন। পরে সকাল ১০টার দিকে রাজমিস্ত্রি জহির নিজ বাড়িতে চলে আসার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আহত জহির আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুটিবিলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, কাজের টাকা চাইতে গিয়ে এমন নির্মম ঘটনার শিকার হতে হয়েছে রাজমিস্ত্রি জহির আহমদকে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে রাতে নামাজে জানাজার পর তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপানির প্রেসার নেই, কাজে আসছে না ওয়াসার ১৭৪টি হাইড্রেন্ট
পরবর্তী নিবন্ধশনি ও রোববার চট্টগ্রাম অঞ্চলে পদযাত্রা করবে এনসিপি