ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে গতকাল রোববার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় লালখান বাজার বয়েজ ক্লাব ৪-০ গোলে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আবদুল হক দুটি গোল করেন। আবির ইসলাম ও মাসুম একটি করে গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ১-০ গোলে ওয়াই.কে.বি ফ্রেন্ডশিপ ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন রিফাত আহম্মেদ। পাইওনিয়র ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বেলা ১.৪৫ টায় প্রতিদ্বন্দ্বিতা করবে কে.এম স্পোর্টিং ক্লাব এবং সাতকানিয়া ফুটবল খেলোয়াড় সমিতি। বেলা ৩ টায় দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে বাবর ফুটবল একাডেমি এবং ধানসিঁড়ি ক্লাব। দুটি খেলাই দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে।












