পাইওনিয়র ফুটবল লিগের খেলা বৃষ্টির কারণে স্থগিত আজ অনুষ্ঠিত হবে

| শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের গতকাল বৃহস্পতিবারের দুটি প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা খারাপ আবহাওয়ার কারনে গতকাল অনুষ্ঠিত হতে পারেনি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খেলা দুটি স্থগিত করা হয়। গতকালের স্থগিত খেলা দুটি আজ অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার প্রথম খেলা বেলা ২.১৫ টায় অনুষ্ঠিত হবে। এতে খেলবে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং হাটহাজারী খেলোয়ার সমিতি। দ্বিতীয় খেলা বেলা ৩.৩০টায় অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে কে.এম স্পোর্টস ক্লাব এবং দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি। দামপাড়া পুলিশ লাইন মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট দলে এনামুল
পরবর্তী নিবন্ধ৩৩ কোটি টাকার আইস ও ইয়াবাসহ আটক ৩