রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) মামুনুর রশিদকে। সদস্য সচিব হিসেবে থাকছেন সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
কমিটির অপর তিন সদস্য হলেন, ঢাকা জোন–২ এর উপ সহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন অফিসার নাজিম উদ্দিন সরকার এবং ঢাকা– ২৩ এর ওয়্যার হাউজ পরিদর্শক সোহরাব হোসেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও দেড় হাজারের মত ঘর পুড়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়। সব হারিয়ে খোলা আকাশের নিচে বস্তিবাসী। সামনের দিন নিয়ে শঙ্কায় তারা। কড়াই বস্তিতে এখন শুধু হাহাকার। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ, আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। সর্বস্ব হারানো এক ব্যক্তি বলেন, আমরা তো অসহায়, অসহায় ছাড়া আর কিছু না। এক ভুক্তভোগী নারী বলেন, কিচ্ছু বাঁচাতে পারিনি। বউ–ঝি নাতি এক কাপড়ে বের হয়েছে।












