পাঁচ মিনিটের পথ পার হতে চল্লিশ মিনিট

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ৭:৪৮ অপরাহ্ণ

পাঁচ মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগেছে চল্লিশ মিনিট। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে এ অবস্থা হয়।
সকাল থেকে মহাসড়কের পৌরসভার মাটিয়া মসজিদ নামক স্হানে সড়ক উন্নয়নের কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়। বিকালে যানজট ভয়াবহ আকার ধারণ করে। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
ভুক্তভোগী যাত্রীরা জানান, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে নগরীসহ বিভিন্ন স্হানে কর্মরত লোকজন বাড়িতে আসছিল। এতে মহাসড়কে গাড়ির চাপ ছিল বেশি।
মহাসড়কে উন্নয়ন কাজের কারণে উক্ত স্হানে এমনিতেই একমুখী গাড়ি চলাচল করছিল। তার উপর উভয়দিকের গাড়িচালকেরা শৃঙ্খলা না মেনে গাড়ি চালাতে গিয়ে মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।
এই সময় যত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
চারিয়া এলাকায় একটি জানাজায় আসা নুরুল বশর চৌধুরী নামে এক যাত্রী বলেন, “হাটহাজারী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তার গন্তব্যে পৌঁছাতে সময় লাগে আট থেকে দশ মিনিট কিন্ত আজ সময় লেগেছে পঞ্চাশ মিনিট। আর একটু হলে আমি জানাজায় অংশগ্রহণ করতে পারতাম না।”

পূর্ববর্তী নিবন্ধসাশ্রয়ী মূল্যে রবির ডাটা প্যাক পাবে চবি শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শ্বশুরবাড়িতে এসে বিষপানে আত্মহত্যা