পাঁচলাইশ ওয়ার্ড পূজামণ্ডপ নেতৃবৃন্দের মতবিনিময়

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:২৮ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের পূজামণ্ডপ নেতৃবৃন্দ ও বায়েজিদ থানা পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দ গত ১৯ অক্টোবর সন্ধ্যায় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খানের সাথে মতবিনিময় করেন। এসময় পূজা পরিষদ নেতৃবৃন্দ দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাবেক কাউন্সিলর কফিল উদ্দিনের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে কফিল উদ্দিন খান সরকারি নির্দেশনা মেনে দুর্গোৎসব উদ্‌যাপন করার আহ্বান জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বায়েজিদ থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কুমার দেওয়ানজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল দে এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুমন দাশ, প্রদীপ শীল, কানু দাশ, সজীব দাশ, দিপক শীল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাসুল (স.) এর জীবনী ও স্মৃতিচারণের মাস রবিউল আউয়াল
পরবর্তী নিবন্ধনগর পূজা উদ্‌যাপন পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা