পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

| শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বুধবার বিকালে নগরীর চালিতাতলী বাজারস্থ পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহেদুল আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন বিএসসির পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সুপার প্রোপার্টির চেয়ারম্যান আলী মনসুর, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাশেম উদ্দিন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, এস এইচ এল প্রোপার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মিজান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি প্রসাদ দত্ত, প্রাক্তন প্রধান শিক্ষক মোতালেব খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক জাহাঙ্গীর আলম মাস্টার, জানে আলম সোহেল, বেলাল উদ্দিন মুন্না, নাজিম উদ্দীন হিরো, সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, মাকবুল আলম, মো. শাহাজাহান, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রবাসী সম্পাদক নাজিম উদ্দিন নাজু, তসলিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. ইলিয়াছ বাচ্চু, মহানগর মহিলাদল নেত্রী আনিকা ইসলাম মনি, শিক্ষিকা জাহানারা পারভীন, রীনা নন্দী, নিলু আকতার, শিক্ষক আজিজুল হক বাহার, শিক্ষিকা তানজিলা পারভীন, সমাজ সেবক ইসমাইল মির্জা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষে উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধচকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল