পাঁচলাইশে হামজা খাঁর (র.) ওরশ কাল

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

আধ্যাত্মিক সাধক সৈয়দ হামজা খাঁ (র.) এর বার্ষিক ওরশ কাল শুক্রবার পাঁচলাইশস্থ হামজা খাঁ মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচকবৃন্দ তকরীর পেশ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধুনিক সীমানা প্রাচীর তৈরির আশ্বাস এমএ সালামের
পরবর্তী নিবন্ধখেতাব বাতিল করে জিয়ার নাম মুছে ফেলা যাবে না