পাঁচলাইশে হাজী ছালে আহম্মেদ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

পাঁচলাইশ ছালেহ আহমেদ ফাউন্ডেশন দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ মাহমুদ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুদ্দিন বাবুল।

এতে বিশেষ অতিথি ছিলেন নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ আলী চৌধুরী, আবুল হাশেম খোকন, মো. সাজ্জাদ হোসেন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ছালেহ আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম ছালে ভুট্টো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, দেলোয়ার হোসেন সুমন, এ টি এম জমির উদ্দীন মানিক, মো. আবু, খোরশেদ আলম বাশেদ, ইমরান মাহমুদ রনি, মো. কামাউদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী মুন্না, আকবর রকি, মো. হানিফ, মো. রাসেল, মো. রুবেল, মো. সাঈদ, আবরার, রিজভী, ফয়সাল, রাহাত, তানভীর। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় বালুছড়া অলস্টার জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের রাফি।

পূর্ববর্তী নিবন্ধশতদল ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট লিগ ইয়ং স্টার ব্লুজের বড়ো জয়