পাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চেক প্রতারণা মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

পাঁচলাইশে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গ্রিনভিউ সড়কের মাহমুদা ম্যানশনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার এসআই মো. সোহেল জানান, গ্রেপ্তার সুলতানা বেগম আমিন জুটমিল এলাকার গ্রিনভিউ ১ নম্বর সড়কের বাসিন্দা শাহ আলম দোভাষের কন্যা।

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সুলতানা বেগমের বিরুদ্ধে গত ২১ মে চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজের দ্বিতীয় আদালত চেক প্রতারণার মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৩৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকী লিখি? কীভাবে লিখি?
পরবর্তী নিবন্ধশিল্পকলায় প্রশিক্ষণার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান