পাঁচলাইশে ঋণখেলাপি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশের শুলকবহর এলাকা থেকে মো. আলমগীর হোসাইন খান নামের এক ঋণ খেলাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ঋণ বিতরণকারী ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার পরবর্তী অর্থঋণ আদালতে হাজির করা হলে বিচারক মুজাহিদুর রহমান মো. আলমগীর হোসাইন খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, এঙ্মি ব্যাংক জুবলী রোড শাখা ১০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১০ সালে মো. আলমগীর হোসাইন খানের বিরুদ্ধে অর্থ জারি মামলাটি দায়ের করে। মেসার্স সার্ফ এন্ড এফ ইন্টারন্যাশনালের নামে তিনি ঋণ নিয়েছিলেন।

তিনি বলেন, গত বছরের ২৫ মে তাকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেন আদালত। এরপর তার বাড়ি দখল চেয়ে ব্যাংক আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরই ধারাবাহিকতায় আজকে (গতকাল) আদালতের নেজারত বিভাগ দখল দিতে গেলে সেখানে ব্যাংক কর্মকর্তারা তাকে পুলিশের হাতে ধরিয়ে দেন। এরপর আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় মৎস্য কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার